তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে নতুন মুখ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাওসিফ মাইমুন (দৈনিক দেশ রূপান্তর) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাহাদাত হোসেন নিশাদ (দেশ টেলিভিশন)।
সোমবার (২০ মার্চ) কলেজের বিজ্ঞান ভবনের তৃতীয় তলা (পুরাতন শিক্ষক মিলনায়তন কক্ষে) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তুহিন ভূঁইয়া (এমপি নিউজ), সাংগঠনিক সম্পাদক মার্জিয়া আফরোজ মিলি (ঢাকা ১৮. কম), প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক এইচ. এম. ইমরান হোসাইন (স্বদেশ প্রতিদিন), অর্থ সম্পাদক মোহাম্মদ রায়হান এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় দফতর সম্পাদক পদে মামুনুর রশিদ (সংবাদ) নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. আজাদ হোসেন (বিডি টোয়েন্টিফোর লাইভ), মো. সাব্বির হোসেন (সোনালী নিউজ ডটকম)।
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক সমিতির উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার।
এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এশিয়ান টেলিভিশনের প্লানিং এডিটর রফিকুল ইসলাম রনি, চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির ও এশিয়ান টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব জুয়েল। নির্বাচন সচিবের দায়িত্ব পালন করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি সাব্বির আহমেদ।
প্রসঙ্গত, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে এবার গঠনতান্ত্রিক নিয়মানুযায়ী দ্বিতীয়বারের মতো কোনো সহ-শিক্ষামূলক সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হলো।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: