প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

সিলেট স্টেডিয়ামের গেটে আটক সাকিব

   
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, ২০ মার্চ ২০২৩

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে। তবে ম্যাচ চলাকালীন এক দর্শকের প্রবেশ নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির জেরে ম্যাচের সিকিউরিটির দায়িত্বে থাকা সাকিব নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।

আজ সোমবার বিকাল ৫ টার দিকে স্টেডিয়ামের ৩ নাম্বার গেটে এ ঘটনা ঘটে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, মাঠে দর্শক প্রবেশ করানো নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় সেই যুবকের। এমনকি ঘটনা এক পর্যায়ে হাতাহাতিতেও গড়ায়। সাকিবের শার্টের বোতাম ছেঁড়া দেখা গেছে। পরে তাকে আটক করে সিলেটের বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়।

এ নিয়ে মাঠের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা দেবাংশু জানান, ‘আমি এখনও ঘটনার বিস্তারিত জানি না। শুনেছি কোনো একটা সমস্যা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখার জন্য তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।’

না.হাসান/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: