বশেমুরবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভা

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ১০:৫২ পিএম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অংশীজনের অংশগ্রহণে অবহিতকরণ সভা-২ অনুষ্ঠিত হয়েছ।

সোমবার (২০ মার্চ ২০২৩) সকাল ১০টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি,কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিদের অংশগ্রহণে এই অবহিতকরণ সভা-২ অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো: মোবারক হোসেন এবং সভাপতিত্ব করেন প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান।ট্রেজারার অধ্যাপক ড. মো: মোবারক হোসেন সকলকে সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জাতির পিতার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রতিকার বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: