নেত্রকোনায় বন্যার পূর্বাভাস সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ০৩:৪০ পিএম

উত্তর-পূর্বাঞ্চলীয় হাওর এলাকায় আকস্মিক বন্যা ও পূর্বাভাস সম্পর্কিত মত বিনিময় কর্মশালা নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর সভাপতিত্তে মঙ্গলবার (২১ মার্চ) সকালে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্দেশ্যে ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. আব্দুর রহিম সেক, নির্বাহী প্রকৌশলী এলজিইডি, বক্তব্য রাখেন, সাঈদ আহমেদ চৌধুরী, আবহাওয়াবিদ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী, বন্যা পূর্ব ভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাপাউবো, কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের নেত্রকোনা নির্বাহী প্রকৌশলী, মো. সারোয়ার জাহান।

হাওর এলাকায় আকস্মিক বন্যা ও পূর্ব বাস সম্পর্কিত বিষয় নিয়ে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপ-পরিচালক মো. নুরুজ্জামান হাওড় অঞ্চলের চারটি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ও পিআইও ওইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সফল বুগিগণ ইউনিয়ন পরিষদ চেয়ার ম্যান গন ও সুবিধাভুগি গন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: