শূন্য রানে নারিনের ৭ উইকেট!

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ০৫:১১ পিএম

ক্রিকেট অঙ্গনে ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিনের নতুন রেকর্ড। ৬ ওভার ৪ বলে শূন্য রানে ৭ উইকেট তুলে নিয়েছেন তিনি। শুনে কিছুটা অবাক লাগলেও এমন অবিশ্বাস্য বোলিং করেছেন এই ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী এই বোলিং ফিগার শোভা পাচ্ছে নারিনের নামের পাশে।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত ম্যাচটি ছিল টিঅ্যান্ডটি ক্রিকেট বোর্ড প্রিমিয়ার ডিভিশন ওয়ানের। চার দিনের এই ম্যাচে নারিন মাঠে নামেন কুইনস পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে। প্রতিপক্ষ ছিল ক্লার্ক রোড ইউনাইটেড। প্রথমে ব্যাট করতে নামা ক্লার্ক রোড তিন উইকেট হারায় ৩০ রানের মধ্যে।

এরপরই নারিনের স্পিন-ঘূর্ণির কবলে পড়ে তারা। চতুর্থ থেকে দশম, ক্লার্ক রোডের শেষ ৭ উইকেটই তুলে নেন ডানহাতি এ অফস্পিনার। এর মধ্যে চারজন আউট হন ক্যাচ দিয়ে, দু’জন এলবিডব্লিউ আর একজন বোল্ড। তবে উইকেট সংখ্যার চেয়েও যেন অবিশ্বাস্য নারিনের কোনো রানই না দেয়াটা! ৪০ ডেলিভারির মধ্যে নারিন উইকেট পেয়েছেন ৭টিতে। বাকি ৩৩ বলে এক রানও নিতে পারেনি ক্লার্ক রোড ইউনাইটেডের কোনো ব্যাটার।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: