জেলা প্রশাসককে ‘স্যার’ বলতে বাধ্য করায় শিক্ষকের অবস্থান

রংপুরের জেলা প্রশাসককে "স্যার" বলতে বাধ্য করায় অবস্থান কর্মসূচীতে বসেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সেন্টার বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক। বুধবার (২২ মার্চ) সন্ধ্যার সাড়ে ৭ টার দিকে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাতে লেখা প্লাকার্ড লিখে বসে পরেন তিনি।
ঘটনার সুত্রপাত সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সেন্টার বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক জেলা প্রশাসকের কার্যালয়ে যান জেলা প্রশাসককে তার উদ্যোগে প্রতিষ্ঠিত শংকু সমাজদার বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি করার জন্য। সেখানে চেয়ারের মর্যাদা স্যার বলা নিয়ে ক্ষোভের ঘটনা ঘটে। এরপরেই বেরোবির শিক্ষক উমর ফারুক নিচে নেমে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাগজে হাতে লেখা প্লাকার্ড নিয়ে বসে পরেন।
অবস্থান কর্মসুচীর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিশ্চিত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। সেই সাথে অবস্থান কর্মসুচীতে অংশ নেয়ার আহবান জানান তিনি। এরপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক এক করে শিক্ষার্থীরা অবস্থান কর্মসুচীতে অংশ নিতে থাকেন।
অবস্থা বেগতিক দেখে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন অন্যান্য কর্মকর্তাদের নিয়ে অবস্থান নেয়া উমর ফারুকের সাথে কথা বলতে আসেন। এসময় উভয় পক্ষের মধ্যে উচ্চ বাক্য বিনিময় চলতে থাকে কিছুক্ষণ। এদিকে ধীরে ধীরে বাড়তে থাকে সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
পরবর্তীতে পৌনে ৯ টার দিকে এক পর্যায়ে ঘটনাটিকে ভুলবোঝাবুঝি আখ্যায়িত করে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন দুঃখ প্রকাশ করেন। আর এরই মধ্য দিয়ে অবসান ঘটে অবস্থান কর্মসুচীর।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: