যুক্তরাষ্ট্রের হেমট্রামিক সিটির কাউন্সিলম্যান হিসেবে সিলেটের মুসার হ্যাটট্রিক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ০২:৪০ পিএম

টানা তৃতীয় বারের মত যুক্তরাষ্ট্রের হেমট্রামিক সিটির কাউন্সিলম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন সিলেটের গোলাপগঞ্জের সন্তান আবু আহমদ মুসা। গত মঙ্গলবার (২১ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হেমট্রামিক সিটি কাউন্সিল চেম্বারে শপথ বাক্যপাঠ করান হেমট্রামিক সিটি ক্লার্ক রানা ফারাজ।

শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র আমির গালিব, সিটি ম্যানেজার ম্যাক্স গ্যাভরিনো, পুলিশ প্রধান এনা ময়েসসহ সিটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, আবু আহমদ মুসা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বাসিন্দা। তিনি ১৯৯৬ সালে স্থায়ী ভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি ২০১৪ সালে প্রথম কাউন্সিলম্যান হিসেবে নির্বাচনে বিজয়ী হন। বর্তমানে তিনি তৃতীয় বারের মত হেমট্রামিক সিটির কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন।পাশাপাশি ২০১৮ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র শাখা মিশিগান স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।(সিলেট)

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: