পাংশায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী রাজ্জাকের মৃত্যু

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ০১:৪৮ পিএম

রাজবাড়ীর পাংশা পৌর শহরের কুড়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মুন্সী বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে অরক্ষিত কুড়াপাড়া রেল ক্রোচিং দুর্ঘটনার শিকার হয়ে ঘটনা স্থলেই নিহত হয়েছে।

আব্দুর রাজ্জাক মুন্সী পাংশা উপজেলা পরিষদের পাশে উপজেলা ডেকোরেটর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিল। সে পাংশা পৌরসভার ৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক মুন্সীর বড় ভাই।

স্থানীয়রা জানান- বাড়ী থেকে মটর সাইকেল নিয়ে বের হয়ে উপজেলার দিকে আসার পথে অরক্ষিত কুড়াপাড়া রেল ক্রোচিং এ কালুখালী থেকে ছেড়ে আসা রাজশাহী গামী টঙ্গীপাড়া এক্সপ্রেসের সাথে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনা স্থলেই নিহত হয়।

মটর সাইকেলটি দুমরে মুছলে প্রায় ২শত গজ দুরে পরে থাকতে দেখাযায়, আব্দুর রাজ্জাকের দেহ খন্ড বিখন্ড হয়ে রেল লাইনেই পড়ে থাকে।

আব্দুর রাজ্জাক ২ কণ্যা সন্তানের জনক। এ মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হর হামেশেই এ অরক্ষিত রেল ক্রোচিং এ এর দুর্ঘটনা ঘটছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: