ব্যাটসম্যান মন খারাপ করবে, তাই উদযাপন করেন না হাসান মাহমুদ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ১০:৩৬ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে দাপট দেখালেন পেসাররা। হাসান মাহমুদ, তাসকিনদের বোলিং তোপে লন্ডভন্ড হয়ে গেছে আইরিশরা। সব নিয়ে দারুণ একটি সিরিজ কাটিয়েছে টাইগাররা। এদিকে তরুন পেসার হাসান মাহমুদ ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে পেসারদের এই দারুন ফর্মের রহস্য খোলাসা করেন।

ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে হাসান বলেন, ‘ভালোভাবে পারফর্ম করতে পারায় আমি বেশ রোমাঞ্চিত, সকলের কাছেই আমি অনেক কৃতজ্ঞ। এখানকার কন্ডিশনে পেসারদেরকে অনেক সাহায্য করেছে। বোলিং করাটা তাই বেশ উপভোগ করেছি। আমাদের উন্নতির পেছনের কৃতিত্ব অ্যালান ডোনাল্ডের। বোলাররা ধীরে ধীরে উন্নতি করেছে। নতুন বলে সুইং করানো এবং সঠিক লেন্থে বোলিং করে যাওয়া নিয়ে আমরা বেশ ভালোভাবেই কাজ করে যাচ্ছি।’

অ্যালেন ডোনাল্ডের অধীনে পেস বোলিং ইউনিট দারুণ বোলিং করছে। নিজেদের ইতিহাসে প্রথমবারের মত পেস বোলিং বিভাগ ১০ উইকেট নেয়ার পর কৃতিত্ব দিয়েছেন কোচকেই। এ নিয়ে হাসান বলেন, ‘আলাদা করে বলতে গেলে ও আমাদের সঙ্গে ওর অভিজ্ঞতা শেয়ার করে।’

‘কিভাবে কি করেছে, খারাপ সময়ে কিভাবে ঘুরে দাঁড়িয়েছে। কোন পরিস্থিতিতে কি করতে হবে, কোন বল করতে হবে ও সব সময় এসবই শেয়ার করে। স্কিলের ব্যাপারে তো ও অসাধারণ, ভালো কাজ করে আমাদের পেছনে।’

এদিকে সিলেটে তৃতীয় ম্যাচে বল হাতে ৫ উইকেট নিয়েও বাড়তি উজ্জাপন না করার কারণ জানালেন এই তরুন পেসার। তিনি বলেন, ‘ব্যাটসম্যানকে আউট করে সেলিব্রেশন করলে মনে হয় ও আরেকটু মন খারাপ করবে, তাই সেলিব্রেট করি না। এটা আমার প্রথম পাঁচ উইকেট (আন্তর্জাতিক ক্রিকেটে), ঘরোয়াতেও পাঁচ উইকেট পাওয়া হয়নি।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: