বোচাগঞ্জে ৭৩ টি পরিবার পেল পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের উপকরণ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ১১:৪৮ পিএম

দিনাজপুরের বোচাগঞ্জে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে ৩য় কিস্তিতে বরাদ্দকৃত পুষ্টি বাগান স্থাপন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বোচাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৭৩ জন কৃষকের মাঝে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রদর্শনীর উপকরণ বিতরণ করে। পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রদর্শনীর উপকরণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল।

এসময় বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা কৃৃষকদের ৬ জাতের ফলের চারা রোপন ও ১৫ জাতের শাক সবজি বপন সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেন।

জানা যায়, ১৫ জাতের শাক সবজির বীজ, ৬ জাতের ফলের চারা/কলম বিতরণ করা হয়। আম, মাল্টা, কমলা, সীডলেস লেবু, বাতাবি লেবু, পেয়ারা, জৈব সার, ভার্মি কম্পোস্ট, রাসায়নিক সার- ইউরিয়া, এমওপি, জিপসাম সহ অন্যান্য আরো উপকরণ বিতরণ করে বোচাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: