নয় দিন লড়াই করেও সড়ক দুর্ঘটনায় আহত ছইল মিয়ার মৃত্যু

নয় দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত সিএনজি চালক ছইল মিয়া। তিনি জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেটের একটি হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছে তার স্বজন রফিক মিয়া।
এর পূর্বে গত মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টায় জেলার নতুন জেলখানা সংলগ্ন হালুয়ারগাও এলাকায় সুনামগঞ্জ- সিলেট সড়কে ড্রিট্রিক ট্রাক ও সিএনজি সংঘর্ষের দুজন নিহত ও দিজন আহতের ঘটনাটি ঘটে।
প্রতক্ষদর্শী তাজুল হক-শফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টায় আমরা কাজ করতে ঐ এলাকায় টমটম দিয়ে হালুয়ারগাও যাওয়ার সময় পিছনে একটি শব্দ শুনে তাকিয়ে দেখি ড্রিট্রিক ট্রাক ও সিএনজি সংঘর্ষ হয়েছে। ড্রিট্রিক ট্রাক সিলেটের উদ্দেশ্য ও সিএনজি সুনামগঞ্জের দিকে আসছিল। ট্রাক সিএনজিকে পিশে দেয়। সাথে সাথে নেমে আহতদের উদ্ধার করার জন্য এগিয়ে যাই কিন্তু কেউ আসে নি।
পরে আমরা দুইজনকে উদ্ধার করে সিএনজি দিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারগন দুইজনেকেই মৃত ঘোষণা করে তারা হল, চট্টগ্রাম জেলার আনোয়ার থানার শিলাইগুরা গ্রামের আবুল কালামের ছেলে নাসির আহমেদ ও জগন্নাথপুর থানা জামালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হাদিউল ইসলাম কালামী(৩৫)। আর দুজন আহত হয় তারা হলেন, জেলার শান্তিগঞ্জ এসিল্যান্ড অফিসে একজন কর্মরত মোহাম্মদ মিজান ও জেলার জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা সিএনজি চালক মো. ছইল মিয়া(৫০)। তিনি আজ মারা মারা যান।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: