বড়াইগ্রামে বিনামূল্যে সার ও বীজ পেলেন সাত হাজার কৃষক

নাটোরের বড়াইগ্রামে চলতি মৌসুমে সাত হাজার একশজন কৃষক বিনামূল্যে উফশী আউশ ও পাট বীজসহ সার পেলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার আওতায় বিনামূল্যে ৪৮০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে ধান বীজ ও ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া দুই হাজার তিনশজন কৃষকের মাঝে এক কেজি করে পাটবীজ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোসা: মারিয়াম খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কার্য্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, ইউপি চেয়ারম্যান মমিন আলী ও আব্দুল্লাহ আল আজাদ দুলাল, ওসি আবু সিদ্দিক, কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বক্তব্য রাখেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: