২৩ হাজার গ্রাহকের ভোগান্তি লাঘবে ৭ কোটি টাকার বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ০২:০৫ পিএম

নাটোরের গুরুদাসপুরে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ এমভিএ ক্ষমতা সম্পন্ন নয়াবাজার বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করেছেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি। এতে উপজেলার ধারাবারিষা ও মশিন্দা ইউনিয়নসহ ২৩ হাজার বিদ্যুৎ গ্রাহকের ভোগান্তি সহজে লাঘব হবে বলে জানা গেছে।

শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৪টায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় ফিতা কেটে ও ফলক উন্মোচন করে ওই কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। এসময় বৃক্ষ রোপন শেষে সুইচ টিপে কেন্দ্রটির ৪টি ফিডারও চালু করেন তিনি।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে সমিতি বোর্ডের সভাপতি মো. জামিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি আব্দুল কুদ্দুস এমপি ছাড়াও নাটোর পবিস-২ এর জেনারেল ম্যানেজার মোমীনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিস-২ এর সমিতি বোর্ডের সচিব মো. আশরাফুল ইসলাম, গুরুদাসপুর জোনাল অফিসের ডিজিএম মো. আব্দুর রশিদ ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ।

গুরুদাসপুর জোনাল অফিসের ডিজিএম মো. আব্দুর রশিদ জানান, নয়াবাজার ইনডোর উপকেন্দ্র নির্মানের ফলে নারিবাড়ি উপকেন্দ্রের ওভারলোড নিরসন হবে। উপকেন্দ্রটির ৪টি ফিডারের ২৩ হাজার গ্রাহক সহজে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাবেন এবং এলাকায় শিল্প কলকারখানা গড়ে উঠতে বিদ্যুৎ সংযোগ পেতে আর কোনো ভোগান্তি থাকবে না।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: