চরফ্যাসনের দুলারহাটে দুধের বাজারে অভিযান

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩, ১২:২৩ পিএম

ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট বাজারে দুধ হাটায় অভিযান পরিচালনা করেছেন চরফ্যাসন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নিরব। রবিবার (২৬ মার্চ) এই অভিযান পরিচালনা করা হয়। দুধ বিক্রেতাদের দুধ পরীক্ষা করলে ভেজাল পাওয়া যায় বলে জানান স্যানেটারি ইন্সপেক্টর মো. নিরব।

তিনি জানান, ৩ জনের দুধে ভেজাল চিহ্নিত হয়েছে। রমজান উপলক্ষে অভিযানে কোন জরিমানা না করে দুধ গুলো দুলারহাট বাজারে খালের মধ্যে ফেলে দেওয়া হয়। অভিযুক্তদের কালো তালিকা ভুক্ত করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন, দুলারহাট থানার উপ-পরিদর্শক খান নুরুল ইসলাম, দুলারহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শাহাজাহান মামুন, চরযমুনা সেবা সমিতির সভাপতি মো. কাজল মেম্বারসহ সাংবাদিক আরিফ হোসেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: