কম্পিউটার অপারেশন কোর্সের সার্টিফিকেট বিতরণ

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ০৩:০৪ পিএম

রাজবাড়ীর কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামে অবস্থিত রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের কম্পিউটার অপারেশন কোর্সের শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেছেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব।

সোমবার (২৭ মার্চ) রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’র ক্যাম্পাসে এ সার্টিফিকেট বিতরণ করা হয়। জানুয়ারী ২০২২ থেকে জুন সেশনে ৯ জন প্রশিক্ষার্থী অংশ নিয়ে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করেন এদের মধ্যে ৪ জন ছেলে ও ৫ জন মেয়ে শিক্ষার্থীছিল। প্রশিক্ষার্থীদের প্রত্যেকেই ভাল ফলাফল অর্জন করেছেন।

সার্টিফিকেট বিতরণ কালে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব। ফাউন্ডেশনের পরিচালক মোঃ শহীদুল ইসলাম, আড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান সরদার, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মাস্টার, রহমাতুন্নেচ্ছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক আবু সোলায়মান, সদস্য ডা. মোহাম্মাদ গোলাম নবী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: