ফেসবুক লাইভে এসে শিক্ষার্থীর আত্মহত্যা!

নাটোরের গুরুদাসপুরে ফেসবুক লাইভে এসে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে রঞ্জু আহমেদ (১৭) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী। রবিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের বিলবিয়াসপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে রঞ্জু প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন।
এদিকে ‘সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো ওপারে’ নিজের ফেসবুক পেজে এমন আবেগঘন পোস্ট দিয়ে লাইভে এসে নিজ শয়নঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করে সে। এ সময় তার আশপাশে কেউ ছিল না। আত্মহত্যার ৯ মিনিটের মাথায় স্বজনরা টের পেয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করেন এবং রঞ্জুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় তাদের কান্না আর ডাকচিৎকারে লোকজন ছুটে আসে এবং আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিহত রঞ্জুর চাচাতো ভাই সোহেল রানা বলেন, এক মেয়ের সাথে প্রেম ছিল রঞ্জুর। তাকে বেশ কয়েকদিন ধরেই উদাসিন মনে হচ্ছিল। কিন্তু কেউ বুঝতে পারেনি সে আত্মহত্যার পথ বেছে নেবে। তবে রঞ্জুর পরিবার প্রেমের কারণে আত্মহত্যার ব্যাপারে কোনো মেয়েকে দায়ি করেননি।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, রঞ্জু প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা শেষে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। রঞ্জুর পরিবারের কেউ কোনো অভিযোগ দেননি। তাই ময়নাতদন্ত ছাড়াই তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সে কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এবং কাছিকাটা গ্রামের হরফ আলীর ছেলে।
তবে আত্মহত্যার ৫ ঘণ্টা আগে ফেসবুক স্ট্যাসে রঞ্জু লিখেছে, ‘মৃত্যু শেষ আয়োজন এবং শেষ ঠিকানা! কখন জানি মৃত্যু এসে বলবে, চলো এবার যাওয়া যাক। জিন্দা থাকলে তো নিন্দা হবেই, সাদা কাপড়ে জড়িয়ে গেলে ভালবাসার মানুষের অভাব হয় না। সময় যখন থমকে যাবে, শেষ হবে সফর! বিদায় দেবে বন্ধু স্বজন, স্বাগত জানাবে পরপার।’ বাবাকে উদ্দেশ্য করে সে লিখেছে- ‘স্যরি বাবা কত কষ্ট দিয়েছি আপনাকে, হয়তো আমাকে নিয়ে আপনার অনেক স্বপ্ন ছিল।’
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: