যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই করতেন ২ ভাই

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ১২:০৩ এএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রী সেজে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ছিনতাই করা ইজিবাইক, মোবাইল ও ছিনতাইয়ে ব্যবহৃত দেশীয় পাইপগান জব্দ করা হয়। রবিবার (২৬ মার্চ) সকালে আসামিদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে গতকাল শনিবার (২৫ মার্চ) রাতে সোনাইমুড়ীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। আসামিরা হলেন, সোনাইমুড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের পালপাড়া গ্রামের আবুল হোসাইনের ছেলে মো. মোশারফ হোসেন মাসুদ (২২) ও মো. মামুনুর রশিদ (২৬)।

জানা যায়, গত ২০ মার্চ রাত সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী বাইপাস থেকে অটোরিকশা ভাড়া করেন বড় ভাই মামুন। পথে ছোট ভাই মাসুদ তার বন্ধু আরিফসহ অটোরিকশায় উঠেন। নির্জনস্থানে পৌঁছালে তারা অস্ত্রের মুখে চালকের সঙ্গে থাকা মোবাইল, টাকা ও অটোরিকশা ছিনিয়ে নেয়।

সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক সংবাদমাধ্যমকে বলেন, দুই ভাই স্বীকার করেছেন দীর্ঘদিন ধরে তারা সোনাইমুড়ী থানা এলাকাসহ আশপাশের এলাকায় ছিনতাই করে আসছিলেন। তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। এ ঘটনায় পলাতক আরিফকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: