কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ১২:১৯ পিএম

ভ্রাতৃত্বের বন্ধনে উজ্জীবিত' প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী আঞ্চলিক ছাত্র সংগঠন "কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ মার্চ) সদ্য বিদায়ী সভাপতি কাজল হোসাইন ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান হৃদয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইকরাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবি চঁন্দ্র দাস।

এছাড়াও সহ-সভাপতি পদে রয়েছেন লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. আবু সালেক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সোনিয়া সুলতানা ও সাংগঠনিক সম্পাদক পদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাজীব।

নবনিযুক্ত সভাপতি ইকরাম হোসাইন নিজের অনূভুতি ব্যক্ত করে জানিয়েছেন, আমাদের সংগঠন অতীতের ন্যায় কিশোরগঞ্জ হতে আগত শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সহযোগিতা, সহমর্মিতা ও কল্যানমূলক কাজে নিয়োজিত থাকবে। আমার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো অতীতের ন্যায় সুষ্ঠু, সুন্দর ও সাবলীলভাবে সংগঠনের প্রতিটি কার্যক্রম পরিচালনা করা।

সাধারণ সম্পাদক বলেন, কুবিতে কিশোরগঞ্জ জেলা সংগঠন খুবই সক্রিয় একটি আঞ্চলিক সংগঠন। প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আমরা ভর্তি পরীক্ষায় সহায়তা, বার্ষিক বনভোজন, নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠান, ইফতার মাহফিল, আর্থিক অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা, মাসিক সাধারণ মিটিং সহ নানা উদ্যোগ গ্রহণ করবো।

উল্লেখ, আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: