গোলাপগঞ্জে মৎস্য কর্মকর্তাকে ভাই ডাকায় ক্ষেপে গেলেন উপ সহকারী মৎস্য কর্মকর্তা

সিলেটের গোলাপগঞ্জে এক সাংবাদিক মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসানকে ভাই ডাকায় ক্ষেপে যান উপ সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গোলাপগঞ্জ উপজেলা মৎস্য অফিসে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবে সদস্য, সিলেট ভয়েসের গোলাপগঞ্জ প্রতিনিধি ফাহিম আহমদ একটি কাজে মৎস্য অফিসে যান। এসময় মৎস্য অফিসার হাসিবুর রহমানকে না পেয়ে ফাহিম আহমদ উপ সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানকে বলেন, ভাই (মৎস্য অফিসার হাসিবুল হাসান) কোথায় আছেন? একথা
জিজ্ঞেস করতেই ‘ভাই’ বলে ডাকায় ক্ষেপে যান মিজানুর রহমান। তিনি বলেন, একজন বিসিএস ক্যাডারকে কিভাবে ডাকতে হয় আপনি জানেন না?
এসময় সাংবাদিক ফাহিম আহমদের সাথে থাকা এটিএন বাংলা ইউকের গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল আজিজ ও দৈনিক ভোরের কাগজ ও দৈনিক শুভ প্রতিদিনের গোলাপগঞ্জ প্রতিনিধি জাহিদ উদ্দিনও কি ডাকতে হবে জানতে চাইলে তিনি বলেন, ফিশারি অফিসার ডাকবেন। এছাড়াও মিজানুর রহমান সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেছেন এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী সাংবাদিকেরা।
এ বিষয়ে উপ সহকারী মৎস্য কর্মকর্তা (গোলাপগঞ্জ) মিজানুর রহমান বিডি২৪লাইভ’কে বলেন, মৎস্য কর্মকর্তা একজন বিসিএস কর্মকর্তা। তাকে ভাই ডাকা কেমন দেখায়, শালীনতার মধ্যে পড়েনা। ভাই ডাকা কি অশালীন বা বিসিএস ক্যাডার কোন অফিসারকে কি ভাই ডাকা নিষেধ? এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি।
এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক ফাহিম আহমদ জানান, মৎস্য অফিসে গিয়ে মৎস্য কর্মকর্তাকে না দেখে উপ সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানকে বলি, ভাই কোথায়? এ কথা বলতেই তিনি ক্ষেপে যান৷ বলেন, ভাই কেন বলছেন। বিষয়টির পর সাথে থাকা আরো দুজন সহকর্মী সাংবাদিকও এর প্রতিবাদ জানান। উনারা আমাদের সাথে যদি এমন আচরণ করেন তাহলে সাধারণ জনগণের সাথে কি ধরনের আচরণ করছেন তা জানা নেই।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের মুঠোফোনে এই প্রতিবেদক সহ সাংবাদিকরা একাধিক কল দিলেও তিনি কল রিসিভ করেন নি।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: