রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রনে ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ০৭:৩৫ পিএম

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ফুলবাড়ীতে পবিত্র রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং এর সময় ভোক্তা অধিকার আই‌নের বি‌ভিন্ন ধারায় সর্বমোট ১১হাজার ২’শ টাকা জ‌রিমানা আদায়সহ ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে পবিত্র রমজান মাসে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি ও বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পৌর বাজার ঘুরে নানা অনিয়ম পাওয়ায় মেসার্স জননী এন্টার প্রাইজ এর ১০হাজার টাকা,মা লক্ষী ভান্ডার এর ১হাজার টাকা এবং কাঁচা বাজারে প্রদীপ রায়ের ২’শ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের নেতৃত্বে বাজার মনিটরিং এর সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোঃ রবিউল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রীতা রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক মোঃ আবু শহীদ, পৌর স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মুরাদ হোসেন, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মে হক প্রমূখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: