মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে আগুন, নিহত ৩৯

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ০৮:৪৩ পিএম

যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী মেক্সিকোর একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউট (আইএনএম)।

এদিকে, কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন জানায়, শহরের বিভিন্ন সড়ক থেকে ৭১ অভিবাসন প্রত্যাশীকে ধরে আনার পর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) ওই কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

এ প্রসঙ্গে মন্তব্য চেয়ে সিএনএন মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তাদের দিক থেকে সাড়া পাওয়া যায়নি।

নিজেদের দেওয়া বিবৃতিতে আইএনএম বলেছে, ওই অভিবাসন কেন্দ্রে ৬৮ জন মধ্য ও দক্ষিণ আমেরিকার প্রাপ্তবয়স্ক পুরুষ ছিলেন। অগ্নিকাণ্ডের এ ঘটনায় ২৯ জন অভিবাসী মারাত্মকভাবে জখম হয়েছে। তাদেরকে ওই এলাকার চারটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: