যশোরে সংবাদ সম্মেলন শেষে বাড়ী ফেরার পথে দুই যুবককে ছুরিকাঘাত

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ০৯:৫০ পিএম

প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন শেষে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষের দু’যুবককে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্বরা। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো যশোর সদরের বেজপাড়া বিহারী কলোনী এলকার কুদ্দুস আলীর ছেলে এনাম হোসেন (২২) ও মৃত বাবু হোসেনের ছেলে নাসির উদ্দীন (২৬)। মঙ্গলবার দুপুরে বেজপাড়া কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।

আহত নাসির উদ্দীন জানান, তিনি ও এনাম দীর্ঘ ১০ বছর ধরে শহরের মনিহার রোডস্থ ফাহিম ইন্টারন্যাশনাল মোটর পার্টসের দোকানে চাকরি করতেন। বেতন বাড়াতে অনুরোধ করলে মালিক তাদের দু’জনকে চোর অপবাদ দিয়ে সম্প্রতি চাকরি থেকে বিতাড়িত করেছেন। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে আড়াই লাখ টাকা আদায় করেন।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকালে দোকান মালিক ফাহিমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে বেজপাড়া কবরস্থানের সামনে এসে পৌছালে ফাহিম পক্ষের চার/পাঁচ যুবক দুই মোটরসাইকেল যোগে এসে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জরুরি বিভাগের ডাক্তার জসিম উদ্দীন জানান, আহতদের চিকিৎসার জন্য সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: