মুক্তিযোদ্ধার ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবীতে পোষ্টারিং

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ১০:১৬ পিএম

বগুড়ার আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধার ছেলে আমিরুল ইসলাম (৪০) হত্যা মামলায় এজাহারভুক্ত মুল আসামীসহ অন্যন্ন আমামিদের ফাঁসির দাবিতে পোষ্টারিং করেছে। মঙ্গলবার সকালে আদমদীঘি এলাকার গ্রাম গঞ্জে দেওয়াল ও বিদ্যুতিক খুঁটিতে এ পোষ্টারগুলো দেখা গেছে।

জানা যায়, শাহিন হোসেন ও তহিদুল ইসলাম, মহসিন, সালাম, ইমরান. মামুনসহ অপর আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে এলাকাবাসির ব্যানারে আসামীদের ছবি দিয়ে পোষ্টারিং করেছেন। তবে এ মামলায় তিনজনকে গ্রেফতার করলেও অপর আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে পুলিশের পাশাপাশি র‌্যাব বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন হত্যাকারীদের ধরতে। এ তথ্য জানান মামলার তদন্তকারী উপ পরিদর্শক কাওছার আলী।

উল্লেখ্য- আদমদীঘির নসরতপুর ইউপির ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক লক্ষীপুর গ্রামে শাহিন হোসেন ও তহিদুল ইসলামসহ তার লোকজন একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে তাদের দলের সদস্য আমিরুল ইসলাম ইসলামকে গত ২২ মার্চ দিবাগত রাতে সালিশের নামে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাত ১০ টায় শেখ রাসেল ক্লাবে সালিশ বৈঠক বসানো হয়। সালিশে শেখর নামের এক ব্যক্তির পারিবারিক ঘটনা ও তাদের মধ্যে টাকার ভাগবাটোয়ারা নিয়ে বীর মুক্তিযোদ্ধার ছেলে আমিনুল ইসলামের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আওয়ামীলীগ নেতা শাহিন হোসেন, তহিদুল ইসলাম, মহসিন, সালাম, মামুনসহ তার লোকজন আমিরুল ইসলামকে ধারালো অস্ত্র চাপাতি দিয়ে এলোপাথ্যারি ভাবে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বোন আফরোজা বেগম বাদি হয়ে শাহিন হোসেন. তহিদুল ইসলামসহ ৩৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ গত ২৩ মার্চ এ মামলায় তিনজনকে গ্রেফতার করলেও এজাহারভুক্ত মুল আসামী শাহিন হোসেন ও তহিদুল ইসলামসহ অপর আসামীদের গ্রেফতার করতে পারেনি। লক্ষীপুর গ্রামটি এখনও পুরুষ শুণ্য রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: