সৗদি আরবে নিহত টঙ্গীর রনির পরিবারে শোকের মাতম

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ০২:৪৬ পিএম

মো.রবিউল ইসলাম, টঙ্গী (গাজীপুর) থেকে: গত সোমবার সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় অন্তত ওমরা পালনকারী ২৪জন নিহত হয়েছে। এর মধ্যে ৮জন বাংলাদেশী। ৮জনের মাধ্যে গাজীপুরের টঙ্গীর একজন। নিহত বাংলাদেশীর মধ্যে ইমাম আব্দুল লতিফের ছেলে ইমাম হোসাইন রনি (৪০)। দুর্ঘটনার খবরে রনির পরিবারে যেন আকাশ ভেঙে পড়েছে। তাদের কান্নায় বাতাস ভারী হয়ে গেছে টঙ্গীর বড় দেওড়ার ফকির মার্কেট এলাকা।

সরেজমিন টঙ্গীর শিল্প এলাকার টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া ফকির মার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, ইমাম হোসাইন রনির পরিবার নিজ বাড়িতে বসবাস করেন। গ্রামের বাড়ি চাঁদপুর সদরে হলেও ফকির মার্কেট এলাকায় জমি কিনে বাড়ি করেছেন রনির বাবা আব্দুল লতিফ। তিন ভাই ও এক বোনের মধ্যে ইমাম হোসাইন রনি দ্বিতীয় ভাই।

রনির বোন সীমা আক্তার জানালেন, ৫ বছর হল রনি সৌদি আরবে থাকে। দুই মাসের ছুটিতে ফেব্রুয়ারী মাসের ৫ তারিখ সে বাসায় আসে ও ৭ তারিখ বিয়ে করে। রনির প্রথম স্ত্রী মলি আক্তার এক সন্তান রেখে তালাক দিয়ে চলে যায়। রনির প্রথম পক্ষের একমাত্র ছেলে ইসমাইল হোসেন (১১) স্থানীয় নামা এরাবিক ইনস্টিটিউট নামক মাদ্রাসায় তৃতীয় শ্রেনীতে পড়ে। প্রথম স্ত্রী তালাক দিয়ে চলে যাওয়ার পর রনির ছেলে ইসমাইল দাদা দাদীর সাথেই থাকে। এই অবস্থায় ছুটিতে এবার বাড়ি এসে শিমু আক্তার (২৫) কে বিয়ে করেন রনি।

ইমাম হোসাইন রনির ভাই হোসেন আলী জসিম জানান, ২৫ মার্চ উমরাহ পালনের জন্য ভাইকে বিমান বন্দর দিয়ে আসি। ঠিকঠাক মত রনি গন্তব্যে পৌছে যায়। ওমরাহ পালন শেষে ১ এপ্রিল কাজে যোগদানের কথা ছিল তার। কিন্তু ২৭ তারিখ সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ইমাম হোসেন রনির ভাই আলী হোসেন বাবলুরস্ত্রী হাজেরা আক্তার জানান, রনি অনেক ভালো ছিল। বিদেশে থাকা অবস্থায় তার প্রথম স্ত্রী মলি আক্তার তালাক দিয়ে চলে যায়। দ্বিতীয় বিয়ে করার জন্য এবার ছুটিতে এসেছিল সে।

রনির বাবা আব্দুল লতিফ জানান, আমার ছেলেকে হারিয়ে আমি পাগল হয়ে গেছি। সরকারের কাছে আমার আবেদন তাড়াতাড়ি যেন ছেলের লাশটা আমার কাছে পাঠায়। ইমাম হোসেনের ছেলে ইসমাইল হোসেন বুঝে উঠতে পারছে না তার বাবা নেই। কেদে কেঁদে শুধু বলছে বাবা মারা গেছেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম জানান, লাশ আসার পর সরকারী নির্দেশনা অনুসারে সকল কাজ সম্পন্ন করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: