মাটি ধসে প্রাণ গেলো ৩ রোহিঙ্গা শ্রমিকের

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ০২:৫২ পিএম

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি ধসে তিন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৯ মার্চ) ভোরে উখিয়া সদরের মুহুরি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালাচ্ছিল ফায়ার সার্ভিস, বন বিভাগসহ পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একটি চক্র গোপনে পাহাড় কাটার জন্য রোহিঙ্গা শ্রমিকদের ব্যবহার করছে। ভোরে পাহাড় কাটার সময় মাটি ধসে কয়েকজন শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে পুলিশ, ফায়াস সার্ভিস ও বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেন। এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর কেউ চাপা পড়ে আছে কি না দেখা হচ্ছে।

‘ঘটনার পর থেকে পাহাড় কাটায় জড়িতরা আত্মগোপনে রয়েছেন। তাই তাৎক্ষণিক আর কেউ নিখোঁজ আছে কি না জানা যাচ্ছে না। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাও ঘটনাস্থলে রয়েছেন।’

ওসি বলেন, ‘নিহতরা রোহিঙ্গা বলে নিশ্চিত হওয়া গেছে। এদের নাম পরিচয় পরে জানানো হবে।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: