বাগেরহাটে নারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ০৮:০৬ পিএম

বাগেরহাটে নারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিকেলে বাগেরহাট ফাউন্ডেশনের পক্ষ থেকে এসিলাহা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার বানু লুচি, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার।

এদিন জেলার বিভিন্ন স্থানের ২০ জন নারী মৃক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। স্বাধীনতার দীর্ঘদিন পরে হলেও এমন সংবর্ধনা পেয়ে সন্তোষ প্রকাশ করেন নারী বীর মুক্তিযোদ্ধারা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: