নন্দীগ্রাম পৌর এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ১০ লাখ টাকা প্রদান

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ০৯:৪১ পিএম

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার মসজিদ-মন্দিরসহ ১০টি ধর্মীয় প্রতিষ্ঠানের চলমান উন্নয়নমূলক কাজের জন্য পৌরসভার রাজস্ব তহবিল থেকে ১০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিকেলে পৌরসভার কার্যালয় হতে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান এ অর্থ ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন।

পৌরসভার রাজস্ব তহবিল থেকে বরাদ্দকৃত ৯ লাখ ৭৩ হাজার ২৫২ টাকা কালিকাপুর পুরাতন মসজিদ, ওমরপুর বাসস্ট্যান্ড বাজার মসজিদ, গুন্দইল দুর্গা মন্দির, নামুইট মধ্যপাড়া মসজিদ, নামুইট হাজীপাড়া কবরস্থান, মাঝগ্রাম পুরাতন সাব-রেজিস্ট্রি অফিস মসজিদ, মাঝগ্রাম কবরস্থান, কচুগাড়ী ঈদগাহ মাঠ, মড়াগাড়ী মসজিদ ও ডাকনী মাতা মন্দিরে প্রদান করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: