স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে আ.লীগ সরকার: হুইপ স্বপন

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩, ০৩:১৮ পিএম

জাতীয় সংসদের হুইপ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন বেকারমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার। তিনি বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বেকারমুক্ত স্মার্ট জয়পুরহাট গড়ার লক্ষ্যে জেলায় আউট সোর্সিং কাজের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনকারী ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

জেলা প্রশাসন আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর। মতবিনিময় সভায় আলোচনায় অংশ গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবুল কালাম আজাদ, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম আকন্দ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ।

বেকারমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার উল্লেখ করে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি আরও বলেন, স্মার্ট বাংলাদেশের সুফলভোগী হচ্ছেন এ দেশের তরুণ সমাজ। আউট সোর্সিংয়ের মাধ্যমে অনেক যুবক এখন কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। তাই পিতার জমি বিক্রি করে চাকরীর পেছনে না ঘুরে উদ্দোক্তা হওয়ার আহবান জানান তিনি। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ওই মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: