সংলাপ বর্জন করা আরও আট দলকে আলোচনায় বসতে ইসির আমন্ত্রণ

বিএনপিসহ ৯টি রাজনৈতিক দল দুই দফা ইসির সংলাপ বর্জন করার পরও বিএনপির পর এবার অন্য ৮ টি রাজনৈতিক দলকে বিএনপির মতোই অনানুষ্ঠানিক আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার(৩০ মার্চ) সংশ্লিষ্ট দলের সাধারণ সম্পাদক/মহাসচিবের কাছে এ চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন ইসির জনসংযোগ পরিচালক ইসির যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান।
ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বিএনপিকে এ ধরনের আলোচনায় বসতে অনানুষ্ঠানিক আমন্ত্রণ পত্র দিলে দলটির পক্ষ থেকে গত বুধবার জানানো হয়েছিল এ ধরনের আলোচনায় বসবেন না তারা।
সদ্য ইটিআই মহাপরিচালকের দায়িত্ব পাওয়া ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদু্জামান বলেন, ইতোমধ্যে ইসির সংলাপে আসে নি এমন ৯টি দল রয়েছে। তাদেরকে আবারও অনানুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়ে আলাদা আলাদা চিঠি পাঠানো হয়েছে সিইসির পক্ষ থেকে। দলগুলো সুবিধাজনক সময়ে আলোচনার বিষয়ে সময় জানাতে পারবে।
আমন্ত্রণ জানানো দলগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলীম লীগ-বিএমল, বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: