নালিতাবাড়ীতে লজ্জাবতী বানর অবমুক্ত

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ০৯:০৮ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে খাঁচায় বন্দী বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করার পর শুক্রবার (৩১ মার্চ) রাতে গারো পাহাড়ে অবমুক্ত করেছে বন বিভাগ। ওই লজ্জাবতী বানরটি বৃহস্পতিবার রাতে উপজেলার নাকুগাঁও এলাকা থেকে উদ্ধার করা হয়।

বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকার পাহাড়ের ঢালে একটি গাছে লজ্জাবতী বানরটিকে দেখতে পান ইউপি সদস্য আব্দুল মান্নান। পরে তিনি বানরটিকে ধরে এনে বাড়িতে খাঁচায় বন্দী করে রাখেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বন বিভাগ ও থানা পুলিশ গিয়ে লজ্জাবতী বানরটিকে মান্নানের বাড়ি থেকে উদ্ধার করে। পরে বন বিভাগের মধুটিলা ইকোপার্কে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে জমা রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, লজ্জাবতী বানরটি বন বিভাগ থানা পুলিশের সহায়তায় নাকুগাঁও এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ লজ্জাবতী বানর দিনের বেলায় চোঁখে দেখতে পায় না। তাই শুক্রবার রাতে বানরটি উদ্ধার হওয়া এলাকাতেই আবমুক্ত করে দেওয়া হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: