ডিপজলের অপারেশন, দোয়া চাইলেন সবার কাছে

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ১১:২১ পিএম

চোখের চিকিৎসা করাতে সিঙ্গাপুর অবস্থান করছেন চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল। গত  শুক্রবার (২৪ মার্চ) রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

জানা গেছে, ডিপজলের বাম চোখে সমস্যা দেখা দিয়েছে। চোখের ছানি অপারেশনের পর থেকে সমস্যা দেখা দেওয়ায় তিনি আগেও সিঙ্গাপুরে গিয়েছিলেন। পুনরায় একই সমস্যা দেখা দেওয়ায় তিনি সিঙ্গাপুর গিয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখেন, ‘আগামীকাল আমার চোখের অপারেশন সবাই দোয়া করবেন।’

এ বিষয়ে ডিপজল জানান, ‘বাম চোখে একটু ঝাপসা দেখা দেওয়ায় সিঙ্গাপুর যাচ্ছি। তাছাড়া একবারে শারীরিক অন্যান্য চেকআপও করিয়ে আসব। চেকআপ শেষে ৪ এপ্রিল দেশে ফিরব বলে আশা করছি। আমার ভক্ত ও দর্শকদের কাছে দোয়া চাচ্ছি। আমি যাতে সুস্থভাবে ফিরতে পারি সবার কাছে এই দোয়া চাই।’

উল্লেখ্য, ঈদুল ফিতরে ডিপজলের ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি মুক্তি পাবে। মজার গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। ঈদে সিনেমাটি দর্শক প্রাণভরে উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: