কাপড় ও টেক্সটাইলের রং দিয়ে তৈরি হচ্ছে ইফতার

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৩, ০৮:২৭ পিএম

নোয়াখালীর আজমেরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকারক কাপড় ও টেক্সটাইলের রং ব্যবহার করে ইফতার সামগ্রী তৈরি করার অভিযোগে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ডিবি রোড এলাকায় অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক কাওছার মিয়া জানান, ইফতারসামগ্রী চিকেন চাপ, চিকেন টিক্কা, আলুর চপে কাপড়ের রং, টেক্সটাইল রং ব্যবহার করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি করায় আজমেরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং চৌমুহনী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: