প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

ডিপজলের চোখে অস্ত্রোপচার সম্পন্ন

   
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ১ এপ্রিল ২০২৩

ছবি: সংগৃহীত

বেশ কয়েক বছর ধরেই চোখের সমস্যায় ভুগছেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। গত ২৪ মার্চ রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন তিনি। সেখানেই শুক্রবার (৩১ মার্চ) তার ডান চোখে অস্ত্রোপচার করা হয়।

সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি সুস্থ আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই। ফেসবুক লাইভের ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সবার দোয়া চাই।’

এর আগে ডিপজল বলেছিলেন, ‘ডান চোখে একটু ঝাপসা দেখা দেওয়ার কারণে সিঙ্গাপুর এসেছি। তাছাড়া এবার শারীরিক অন্যান্য চেকআপও করাব। সবশেষে ৪ এপ্রিল দেশে ফিরব বলে আশা করছি। আমার ভক্ত ও দর্শকদের কাছে দোয়া চাচ্ছি, যেন সুস্থভাবে ফিরতে পারি।’

উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার সম্ভবনা রয়েছে ডিপজল অভিনীত ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি। মজার গল্পে এটি নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা মনতাজুর রহমান আকবর। এতে ডিপজল ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌ খান, নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াঙ্কা জামান, রিনা খান প্রমুখ।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: