স্ত্রী হত্যার ১৪ বছর পর মৃত্যুদণ্ডের আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৩, ০৩:৫০ পিএম

স্ত্রী হত্যার পর ১৪ বছর পলাতক থাকা ও ফাঁসির দণ্ড পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ এপ্রিল) রাতে ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের সিদ্দিখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ এর সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া মো. রিয়াজ উদ্দিন (২৫) ঘাটাইল উপজেলার সিদ্দিখালী গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ জানান, ২০০৯ সালের ১০ আগস্ট স্ত্রী লিজা আক্তারকে মারধরের ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

লিজা হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় টাঙ্গাইল জেলা দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন পলাতক আসামি মো. রিয়াজ উদ্দিনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার জানান, যৌতুকের জন্য লিজা আক্তারকে মারধর করে গুরুতর আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়। ওই হত্যার পর থেকে রিয়াজ উদ্দিন দীর্ঘ ১৪ বছর পলাতক ছিল। পরে গেল রাতে ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের সিদ্দিখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: