প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

সন্ধ্যায় ঢাকায় কালবৈশাখীর আশঙ্কা

   
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ২ এপ্রিল ২০২৩

প্রতীকী ছবি

সন্ধ্যা ৬টার পর থেকে রাত ৯টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে। রবিবার (২ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি জানান, গত ৩১ মার্চ সন্ধ্যায় ঢাকা শহরের ওপর দিয়ে যে কালবৈশাখী ঝড় অতিক্রম করেছিল সেই ঝড়টি সৃষ্টি হয়েছিল রাজশাহী বিভাগের চলনবিল এলাকায়। আজ ২ এপ্রিল চলনবিল এলাকায় আর একটি কালবৈশাখী ঝড় সৃষ্টি হয়েছে, যা বর্তমানে পাবনা ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে টাঙ্গাইল জেলায় প্রবেশ করছে।

তিনি আরো লিখেছেন, ৩১ মার্চের ঝড়টির মূল অংশ ঢাকার পশ্চিমে মানিকগঞ্জ জেলার ওপর দিয়ে অতিক্রম করলেও আজকের ঝড়টির মূল অংশ ঢাকার উত্তরের গাজীপুর জেলার ওপর দিয়ে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা বেশি। ফলে আজ সাভার, ধামরাই, আশুলিয়া, মিরপুর, উত্তরা, টঙ্গী ইত্যাদি এলাকার ওপর বেশি বৃষ্টি হতে পারে।

অপরদিকে দুপুর ২টার পর থেকে সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত অতিক্রম করছে। এই ঝড় সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: