ভূরুঙ্গামারীতে ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা

প্রকাশিত: ২৭ মে ২০২৩, ০৫:৪৫ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ও প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর উদ‍্যোগে সেকেন্ডারি এডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম এর আওতায় উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। দিন ব‍্যাপী এই কর্মশালায় উপজেলার ৫৩টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

শনিবার (২৭ মে) সকালে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপত্বিকরেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। এসময় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, একাডেমিক সুপা্রভাইজার মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: