সংবাদ প্রকাশের পর সরিষাবাড়ী পোগলদিঘা ইউনিয়নের কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু

প্রকাশিত: ২৮ মে ২০২৩, ০৩:৩০ পিএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ২০২২-২৩ অর্থ বছরের ১ম পর্যায়ের প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ করেছিল এলাকাবাসী। সংবাদ প্রকাশের পর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে তুলার মোড় সংলগ্ন চানুর বাড়ি হতে দক্ষিণদিকে মরহুম ইব্রাহিম চাকলাদারের বাড়ী হয়ে শাহজাহান সাধুর বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ অবশেষে শুরু হয়েছে।

এ বিষয়ে ফকির তুলা মিয়া বলেন, এলাকায় কাজ হচ্ছে। আমরা খুশি। গ্রামের ভ্যানচালক আবুল কালাম বলেন, এভাবে রাস্তায় কাজ করলেই আমরা খুশি। গৃহিনী সাহা ভানু বলেন, এতদিন সড়কে কোন কাজ হয়নাই। আপনারা (সাংবাদিকরা) লেখার পরই কাজ হইতেছে। চলাফেরায় আমরা শান্তি পামু বলে তিনি জানান।

কৃষক হানিফ, মোতালেবসহ অনেকে জানান, গত ৪/৫ দিন রাস্তায় মাটি কাটার পর আবারও ৩/৪ দিন যাবৎ কাজ বন্ধ বলে স্থানীয়রা জানান। সাধুর বাড়ি হতে লালনের বাড়ী পর্যন্ত এখনো মাটি কাটা হয়নি। তবে সরকার বাড়ী মসজিদএর পাশে কয়েক স্থানে মাটি কাটা হয়েছে বলে জানাগেছে। তবে পুটিয়ার পাড়, মোনারপাড়, জামতলী এলাকার অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ২০২২-২৩ অর্থ বছরের ১ম পর্যায়ের রাস্তা সংস্কার কাজের কোন অগ্রগতি নেই বলে এলাকাবাসী জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, প্রকল্পের কাজ শুরু হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, আমি কয়েকদিন আগে যোগদান করেছি। প্রকল্পের কাজ সম্পর্কে এখনো কিছু জানিনা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: