সরিষাবাড়ী যমুনায় গোসল করতে গিয়ে যুবক নিঁখোজ

প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০৫:২২ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নাজমুল ইসলাম (২৫) নামেরন এক যুবক নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (০১ জুন) সকালে পিংনা ইউনিয়নের পিংনা গোপালগঞ্জ হাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার ৫নং পিংনা ইউনিয়নের পিংনা গোপালগঞ্জ হাট এলাকার মৃত মুনসের এর নাতি রাজমিস্ত্রী নাজমুল ইসলাম (২৫) সকাল সাড়ে ৬টায় বাড়ীর পাশে যমুনা নদীতে গোসল করতে যায়। নানী ছহিতন বেওয়া বলেন, নদীতে গোসল করার সময় আমি দাড়িয়েছিলাম। ডুব দেয়ার পর কয়েক মিনিট কেটে গেলে নাজমুলকে চিৎকার করে ডাকদেন। সে তীরে না উঠলে স্থানীয় লোকজন জড়ো হয়ে ডুবে যাওয়া স্থানে তাকে খুজতে থাকে। সংবাদ পেয়ে সরিষাবাড়ী ও জামালপুর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল নাজমুলকে উদ্ধারের চেষ্টা করছে। তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হন। নাজমুল ভূয়াপুরের নলিন এলাকার মৃত লাল মিয়ার পুত্র বলে জানাগেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ উৎকন্ঠা নেমে আসে।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদলের টিম লিডার শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে নিখোঁজের সংবাদ জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কার্যক্রমে কিছুটা ব্যাহত হচ্ছে। তবে উদ্ধার কার্যক্রম চলমান থাকবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: