এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ১৭ আগস্ট

প্রকাশিত: ০৪ জুন ২০২৩, ১১:২৯ পিএম

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হতে পারে বলে জানা গেছে। সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। রবিবার (৪ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

অধ্যাপক তপন কুমার বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ১৭ আগস্ট শুরুর বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে পূর্ণাঙ্গ সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে। সাধারণত এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত কয়েক বছর নির্ধারিত সময়ে এ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

এর আগে এ বছরের এইচএসসি পরীক্ষা জুলাইয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু সিলেবাস শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। সেই সময় অধ্যাপক তপন সরকার বলেছিলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সিলেবাস শেষ হয়নি। ফলে এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: