
পাকিস্তানের করাচির একটি শপিং মলে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে। সেইসঙ্গে ভয়াবহ এই আগুনে ৩৫ জন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর: ডন ও জিও নিউজ
পুলিশের কর্মকর্তা সুমাইয়া সৈয়দ সংবাদমাধ্যম ডনকে বলেন, ৯ জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ৮ জনের মরদেহ জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে (জেপিএমসি) এবং সিভিল হাসপাতাল করাচিতে (সিএইচকে) অন্যজনের আনা হয়েছে। ওয়াহাব বলেন, আব্বাসি শহীদ হাসপাতালে অপর একজনের মরদেহ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এই ঘটনায় গুরুতর দগ্ধ ১৮ বছর বয়সী একজনকে সিএইচকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করাচির ফায়ার সার্ভিসের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, তারা স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জানতে পারেন। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটকে সেখানে মোতায়েন করা হয়। তারা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শাব্বির আলি নিহতের সংখ্যা এবং আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। হুসেইন বলেন, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং ভবনের দুই তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর