
ওয়ানডে সুপার লিগে তৃতীয় স্থান থেকে ভারতের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপে রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাচি অবস্থা টাইগারদের! কোনোরকমে কোনোরকমে আটে থেকে আসর শেষে বাড়ি ফিরেছে তারা। দলের এমন খারাপ পারফরম্যান্চের পরে পরিবর্তন এসেছে টিম ম্যানেজমেন্টে। তবে এসবেই কাজ শেষ বলে মনে করছেন না আকরাম খান। বিসিবির এই পরিচালক বলছেন, দলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায় নিতে হবে।
শনিবার (২৫ নভেম্বর) মিরপুরে আকরাম বলেন, 'যখন আমরা হারি, কেউ দায়িত্ব স্বীকার করে না। আবার যখন জিতি, তখন সবাই গিয়ে কৃতিত্বটা নিতে চায়। এ জিনিসটা আমাদেরকে বন্ধ করতে হবে। যেহেতু ব্যর্থ হয়েছি, সবাই ব্যর্থ। শুধু খেলোয়াড়রা কেন, আমরা, টিম ম্যানেজম্যান্ট সবাই ব্যর্থ হয়েছি। এখন নিউজিল্যান্ড এসেছে, টেস্টে যদি ঘুরে দাঁড়াতে পারি তাহলে হয়তো কিছুটা স্বস্তি পাবো।'
‘সম্মান জিনিসটা থাকতে হবে। এটা না থাকলে কিন্তু আপনি ঠিক পথে আগাতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন। আপনাকে ডিসিপ্লিন হতে হবে, মানতে হবে। যারা খেলোয়াড় আছে ওরা কোচকে মানতে হবে। কোচ যে আছে তাকে খেলোয়াড়দের সম্মান করতে হবে। এমনকি বোর্ড পরিচালক যারা আছে। এটা একটা পরিবার, পরিবার যেভাবে আগায় সেভাবে করতে হবে।’-আরো যোগ করেন আকরাম।
বিশ্বকাপের সময় সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সৃষ্টি করেছিলেন লিটন দাস। এ নিয়ে আকরাম বলেন, ‘দেখেন, একটা ক্রিকেটার শুধু ভালো পারফর্ম করলে ভালো না। আপনি ভারতের কথা বললেন, ইংল্যান্ড বা আন্তর্জাতিক ক্রিকেটার যারা আছে কীভাবে ওরা মানুষের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে কথা বলে। ওর অ্যাটিচিউডে বোঝা যায় ও কী টাইপের লোক। এ জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। আপনার শুধু ভালো বোলিং বা ব্যাটিংয়ে বড় ক্রিকেটার হওয়া যায় না। সব গুণ থাকা উচিত।’
সর্বশেষ খবর