
ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পারভিন আক্তার (৪২) নামে এক মহিলার কাছ থেকে এক লক্ষ টাকা হাওলাত নিয়ে দীর্ঘ ছয় বছর যাবত ফেরত দিচ্ছেন না ফেনী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির। গতকাল রবিবার এ ব্যাপারে ওই নারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কাজিরবাদ ইউনিয়নের আব্দুল মোনাফের মেয়ে পারভিন আক্তার (৪২), গত ২০১৮ সালে জহির উদ্দিন মজুমদার কে তিন মাসের জন্য এক লক্ষ টাকা হাওলাত দেন। টাকা নেওয়ার সময় তিনি লিখিত অঙ্গীকার নামা প্রদান করেন। অদ্যাবধি টাকা গুলি ফেরৎ দিচ্ছে না। টাকা গুলি ফেরৎ চাইলে, দিমু দিচ্ছি করিয়া কালক্ষেপন করিতেছে এবং টাকা গুলি আত্মসাতের পায়তারা করিতেছে বলে জানান পারবেন আক্তার।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন পারভীন আক্তার। এ ব্যাপারে জহির মজুমদারের ফোন করা হলে তিনি প্রথমে ওই মহিলাকে না চিনলেও পরে বিষয়টি ব্যক্তিগতভাবে দেখবেন বলে জানান।
সর্বশেষ খবর