
আসন্ন ৭ জানুয়ারীর নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন চুরান্ত হওয়ার পরদিনই সোমবার সোমবার (২৭ নভেম্বর) জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আবু কায়ছার খান’র নিকট থেকে রাজবাড়ী-২ আসনের প্রার্থী রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের নেতারা।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ। এ সময় পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম ও শাহজুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা আবু মুসা আশয়ারী উপস্থিত ছিলেন।
এ দিকে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি পূনরায় মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা উজ্জিবিত রয়েছেন বিভিন্ন এলাকায় মিছিল ও মিষ্টি বিতরণ অব্যবহত রয়েছে। বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ইতি পূর্বে নৌকার মনোনয়ন নিয়ে ৫ বার নির্বাচনে অংশ গ্রহণ করে ৪ বার বিজয় লাভ করেন, প্রথম বার ১৯৯৬ সালের ১২ জুন নৌকা প্রতীকে ৮৮ হাজার ৬ শত ৬২ ভোট পেয়ে জয়লাভ করেন। ২০০১ সালে চার দলীয় জোটের প্রার্থী নাসিরুল হক সাবুর নিকট পরাজিত হন।
পরবর্তীতে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ১লক্ষ ৯১ হাজার ৯শত ৬১ ভোটে নৌকা প্রতীকে বিজয় অর্জন করেন। একই ভাবে ২০১৪ ও ২০১৮ সালে বিশাল ব্যবধানে নৌকা প্রতীকে বিজয় অর্জন করে এলাকায় ব্যপক উন্নয়ন সাধন করেন তিনি।
সর্বশেষ খবর