
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিলা আওয়ামীলীগের সদস্য সুলতানা নাদিরাকে অভ্যর্থনা জানানো হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০ টা থেকে হাজার হাজার নেতাকর্মী ও উৎসুক জনতা তাকে দেখার জন্য ভিড় জমান। উপজেলার প্রবেশদ্বার বেতাগী এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুল ছিটিয়ে এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
সেইসঙ্গে সুলতানা নাদিরা ও নৌকার পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। এ সময় তিনি সাদা রঙের একটি ছাদখোলা গাড়িতে চড়ে সড়ক অতিক্রম করার সময় দু’পাশের হাজার হাজার জনতা ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে অভিবাদন জানান। এ সময় তিনি হাস্যজ্জলভাবে ও সাবলীল ভঙ্গিতে হাত নেড়ে তাদের অভিবাদন গ্রহণ করেন।
মনোনয়ন পাওয়ার পর তিনি বেতাগী,বামনা ও পাথরঘাটা পৌঁছালে তিন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসেন। সেখানে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সন্ধারপরে পাথরঘাটা দলীয় কার্যালয়ে এসে বক্তব্য রাখেন সুলতানা নাদিরা, জেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন।
এ সময় সুলতানা নাদিরা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের জন্যে জননেত্রী শেখ হাসিনা নিরন্তর পরিশ্রম করছেন। বাংলাদেশ আজ বিশ্বের বুকে অনন্য মডেল। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে আমি এই উন্নয়নের অংশীদার হতে পারবো। আমি বঙ্গবন্ধুর পরিবারের সদস্য। আওয়ামী লীগের প্রতিটি কর্মী আমার পরিবারের সদস্য। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও আমার দল আমাকে মূল্যায়ন করেছে, আমিও ডিজিটাল বাংলাদেশ গড়তে আমার আসনে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ মুক্ত একটি মডেল জনপদ গড়তে এবং প্রায়ত সাংসদ গোলাম সবুর টুলুর অসমাপ্ত কাজ বাস্তবায়ন করতে চাই।
তিনি আরো বলেন, আমরা সবাই মিলে বরগুনা-২ আসনের জন্য কাজ করবো। সেই সাথে পাথরঘাটা, বামনা,বেতাগীকে এগিয়ে নিয়ে যাব।
আগামীকাল বৃহস্পতিবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বরগুনা-২ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেবেন তিনি।
সর্বশেষ খবর