
কাজাখস্তানে একটি হোস্টেলে আগুন লেগে অন্ততপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোররাতে দেশটির বৃহত্তম শহর আলমাতিতে এই দুর্ঘটনা ঘটে। শহরের জরুরি পরিষেবা বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, ‘ভবনে আগুন লাগার ঘটনায় ১৩ জনের মৃতদেহ পাওয়া গেছে। আলমাতি পুলিশ বিভাগ বলছে, নিহতদের মধ্যে ৯ জন কাজাখ, ২ জন রাশিয়ার এবং ২ জন উজবেকিস্তানের নাগরিক।
জানা গেছে, শহরের একটি তিন তলা ভবনে ভোররাতে আগুন লাগে। যার গ্রাউন্ড এবং বেসমেন্ট লেভেলে ৭২ জন হোস্টেল অতিথি ছিলেন। নিহতরা কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভবনে থাকা ৫৯ জনকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছে ।
এক বিবৃতিতে বলা হয়েছে, ভোর সাড়ে ৫টার পর প্রাক্তন রাজধানীর কেন্দ্রে আদি শারিপভ স্ট্রিটে আগুন লাগে। ফায়ারসার্ভিস সদস্যরা প্রায় ৭ মিনিট পর ওই তিন তলা আবাসিক ভবনের সামনে পৌঁছায়। পরে তারা ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনে।
ভারত থেকে আসা একজন ছাত্রসহ অন্তত চারজনকে দেয়া হয়েছে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে। এই অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। সরকার বলেছে, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি বিশেষ কমিশন গঠন করা হয়েছে।
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর