
খাগড়াছড়ি পার্বত্য জেলা ২৯৮ নং একটি মাত্র আসন। খাগড়াছড়ি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বিভিন্ন দলের প্রার্থীরা উৎসব আমেজে তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৭ প্রার্থী।
গতকাল বুধবার ৬জন এবং আজ বৃহস্পতিবার ১জন প্রার্থী খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নং অফিসার মো. সহিদুজ্জামান এর নিকট মনোনয়ন পত্র জমা দেন তারা।
মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মিথিলা রোয়াজা, তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন গুইমারা উপজেলার সাবেক চেয়ারম্যান উশেপ্রু মারমা, জাকের পার্টির মো. হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মোস্তফা এবং বাংলাদেশ কংগ্রেস এর মো. হাবিবুর রহমান।
সর্বশেষ খবর