কুয়ালালামপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় কুয়ালালামপুরে জি টাওয়ার হোটেলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতি দাতো শ্রী মোহাম্মদ কামরুজ্জামান কামাল। মালয়েশিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হক জোসেফ এর সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রাশেদ বাদল, সহ-সভাপতি কাইয়ুম সরকার, সহ-সভাপতি দাতো আকতার হোসেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ ভুঁইয়া, শওকত আলি তিনু, প্রদীপ কুমার বিশ্বাস, মোখলেছুর রহমান, রেজাউল হক লায়ন, রাজিব আহমেদ, তারেকুর রহমান, আপেল মাহমুদ, জাকির হোসেন, যুবলীগ নেতা মওদুদ মোল্লা, এম এইচ জুয়েল, আনিসুর রহমান রিপন, সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মালয়েশিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান কামাল বলেন, ‘ ১০ জানুয়ারি স্বাধীন দেশে জাতির পিতার ফিরে আসার দিন, বাংলাদেশের স্বাধীনতার পূর্ণতার দিন। বাঙালি জাতির এক আনন্দের দিন। আর এ বছর ১০ জানুয়ারি দুইগুণ আনন্দের দিন। কারণ, দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র প্রতিহত করে দ্বাদশ সংসদ নির্বাচন শেষে আজ নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন। আমরা মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে নবনির্মিত সংসদ সদস্যদের অভিনন্দন জানাই।
সর্বশেষ খবর