জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ জনকে আটক করেছে সরিষাবাড়ী থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) তাঁদের আটক করা হয়। আটককৃত আসামিরা হলেন পিংনা সুজাত আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুল হাসান সাইদ এবং পিংনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন জয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী বিভিন্ন কারণ দেখিয়ে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। এর ফলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক আনারস প্রতীক নিয়ে এবং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সাবেক কাস্টম অফিসার মোঃ তালেব উদ্দিন দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ২৫-০৪-২৪ ইং তারিখ বৃহস্পতিবার পিংনা বাজারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতিকের রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কলসি প্রতিকের মাহমুদা খাতুন শিখা’র নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিংনা বাজারে আয়োজিত সমাবেশে পিংনা সুজাত আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদুল হাসান সাঈদ বলেন, আমাদের প্রার্থী ব্যতীত কেউ যদি অন্য কোন প্রার্থীর পক্ষ নেন তাহলে চাপার দাঁত ভেঙে দেওয়া হবে আর যাদের চাপার দাঁত না আছে তাদের চাপার হাড় ভেঙ্গে দেওয়া হবে।
অপরদিকে পিংনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন বলেন, যারা অন্য পক্ষ নিবেন ও এজেন্ট থাকবেন তাদের হাত ভেঙে নদীতে ফেলে দেয়া হবে। বক্তাদের হুমকি মূলক বক্তব্য প্রদানের ঘটনায় সরকারের ভাবমূর্তি ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। তাদের এই বক্তব্য বিভিন্ন পত্র পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে জেলা রিটার্নিং কর্মকর্তার দৃষ্টিগোচর হলে তার পরামর্শে সহকারী রিটার্নিং অফিসার বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরে জেলা ডিবি পুলিশ ও সরিষাবাড়ী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আসামি দুজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।
সর্বশেষ খবর