
ফরিদপুরের ভাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। স্মাট ভূমিসেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই ভূমিসেবা সপ্তাহের আয়োজন করা হয়।
শনিবার (৮ জুন ) সকাল ১০ টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের কার্যালয়ে এই ভূমি সেবা সপ্তাহের আয়োজনের করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে প্রথমে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ-খুদা।
এসময় বক্তব্য রাখেন উপ সহকারি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো.খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা নির্বাচন অফিসার মো. হাচেন উদ্দিন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার তরুণ কুমার পাল, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অফিসার রবিন বিশ্বাস, উপজেলা কৃষক উন্নয়ন অফিসার মো. শাহ্ আলম, অ্যাকাডেমিক সুপার ভাইজার প্রহল্লাদ বিশ্বাস, উপজেলা মেডিকেল অফিসার গোপাল দেব সহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর