
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ব্যাংকের নৈশপ্রহরী হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন ও তিনজনকে ১০বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, আশুগঞ্জের বগইর গ্রামের রসু মিয়ার ছেলে জামাল হোসেন প্রকাশ মাসুদ (২৯) এবং একই উপজেলার আড়াইসিধা গ্রামের প্রয়াত আব্দুল খালেকের ছেলে জামির হোসেন (৩৩)। তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১০ বছর কারাদণ্ড প্রাপ্তরা হলেন, আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের এলাই মিয়ার ছেলে মো. মোস্তফা প্রকাশ মোস্তাক (৩৫), একই গ্রামের নোয়াব মিয়ার ছেলে শাহাদত হোসেন (২৮) এবং একই গ্রামের প্রয়াত আবুল কাশেমের ছেলে মাসুম কবির (৪২)।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর